Header Ads

কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে গুলির লড়াইয়ে সেনার এক কর্নেল, এক মেজর এবং এক ডেপুটি এসপি নিহত হয়েছেন।

কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে গুলির লড়াইয়ে এক সেনার কর্নেল সহ তিন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা নিহত হয়েছেন। কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিস, জম্মু ও কাশ্মীর পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট হুমায়ুন ভাট গুলির লড়াইয়ে গুরুতর আহত হন এবং পরে মারা যান। ভারী রক্তক্ষরণের কারণে হুমায়ুন ভাট মারা গেছেন বলে জানা গিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় গাদোল এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হলেও রাতে তা প্রত্যাহার করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, আজ সকালে সন্ত্রাসীদের একটি গোপন আস্তানায় দেখা গেছে এমন তথ্য পেতে শুরু করার পরে তাদের সন্ধান আবার শুরু হয়।
কর্নেল সিং তার দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সন্ত্রাসীদের উপর হামলা চালায়। তবে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালালে তিনি গুরুতর আহত হন। পরে মারা যান।  

No comments

Powered by Blogger.