Header Ads

ভারতীয় সেনাবাহিনীতে 40 বছর বীরত্বের সঙ্গে কাজ করে অবসর নিলেন লেফটেন্যান্ট জেনারেল আরপি কলিতা।

ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আরপি কলিতা চল্লিশ বছরের চাকরী জীবন থেকে অবসর গ্রহণ করেন। 


ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আরপি কলিতা 2023 সালের 31শে ডিসেম্বর অবসর নিয়েছেন। তিনি ভারতীয় সেনাবাহিনীর চাকরী জীবনে অনেক বড় বড় দায়িত্ব বীরত্বের সঙ্গে পালন করেছেন। গতবছর তাঁর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের মণিপুরের পরিস্থিতি সামাল দিয়েছিল আসাম রাইফেলসের সঙ্গে যা হাজার হাজার প্রাণ বাঁচিয়েছিল। একজন সামরিক জেনারেল হওয়ার দরুন তিনি সর্বদা তাঁর বাহিনীকে LAC-তে শত্রুদের উপর নৈতিক আধিপত্য স্থাপনের জন্য উত্সাহিত করতেন। তিনি সৈনিক স্কুল গোয়ালপাড়া, ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং ইন্ডিয়ান মিলিটারি একাডেমির প্রাক্তন ছাত্র। 09 জুন 1984 সালে তিনি 9 কুমাওনে কমিশন লাভ করেন। কলিতা জেনারেল অফিসার ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজের স্নাতক ছিলেন। তিনি হাইকমান্ড এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের কোর্সে অংশ নিয়েছিলেন। 40 বছরব্যাপী তার বিশিষ্ট সামরিক কর্মজীবনে তিনি উত্তর পূর্ব এবং জম্মু ও কাশ্মীরে গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং কমান্ড এবং স্টাফ নিয়োগের বিশিষ্টতা অর্জন করেছেন। 
জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চীফ, ইস্টার্ন কমান্ড, জম্মু ও কাশ্মীরে একটি তীব্র পাল্টা বিদ্রোহ পরিবেশে একটি রাষ্ট্রীয় রাইফেলস ব্যাটালিয়ন, একটি মাউন্টেন ব্রিগেড এবং জম্মু ও কাশ্মীরে একটি পদাতিক ডিভিশন এবং উত্তর পূর্বে একটি কর্পসকে কমান্ড করেছিলেন। শ্রীলঙ্কায় অপারেশন পবন, জম্মু ও কাশ্মীরে অপারেশন পরাক্রম এবং অপারেশন রক্ষক, আসামে অপারেশন বজরং এবং অপারেশন রাইনো, নাগাল্যান্ডে অপারেশন অর্কিড এবং মণিপুরে অপারেশন হেফাজত সহ বিভিন্ন অপারেশনে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা ছিল তাঁর। 
একটি অত্যন্ত সক্রিয় বিদ্রোহ বিরোধী পরিবেশে একটি বিভাগের কর্নেল জেনারেল স্টাফ এবং একটি কোরের ব্রিগেডিয়ার জেনারেল স্টাফ (অপারেশনস) সহ বিভিন্ন স্টাফ নিয়োগে দায়িত্ব পালন করার কারণে জেনারেল অফিসারের সমৃদ্ধ অভিজ্ঞতা ছিল তাঁর। এছাড়াও তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (সেনা) সমন্বিত সদর দফতরের সামরিক সচিব শাখা, অপারেশনাল লজিস্টিক অধিদপ্তর এবং অ্যাডজুট্যান্ট জেনারেল শাখায় গুরুত্বপূর্ণ নিয়োগের দায়িত্ব পালন করেন এবং সদর দপ্তর পূর্ব কমান্ডের প্রধান স্টাফ ছিলেন। তিনি ওটিএ চেন্নাইয়ের একজন প্রশিক্ষক এবং আর্মি ওয়ার কলেজ মুহুর উচ্চ কমান্ড উইং-এর ডিরেক্টর স্টাফ হিসেবেও কাজ করেছেন। 
জেনারেল অফিসার সিয়েরা লিওনে সামরিক পর্যবেক্ষক এবং সুদানে চিফ অপারেটিং অফিসার হিসাবে জাতিসংঘে দুটি মেয়াদে ছিলেন। সেবায় তার অসাধারণ অবদানের জন্য, তাকে PVSM, UYSM, AVSM, SM, VSM এবং COAS কম্যান্ডেশন কার্ড এবং GOC-in-C ইস্টার্ন কমান্ড কম্যান্ডেশন কার্ড প্রদান করা হয়। তিনি নতুন দিল্লির সেনা সদর দফতরে জনশক্তি পরিকল্পনা ও ব্যক্তিগত পরিষেবার মহাপরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন এবং কুমায়ুন এবং নাগা রেজিমেন্ট এবং কুমায়ুন স্কাউটসের কর্নেল ছিলেন।
জেনারেল অফিসার 31 ডিসেম্বর 2023 তারিখে তাঁর অবসর গ্রহণের দিন শহীদ বীরদের সম্মানে বিজয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন, এরপর ফোর্ট উইলিয়ামে গার্ড অব অনার প্রদান করেন। তিনি ইস্টার্ন কমান্ডের সকল পদমর্যাদা ও তাদের পরিবারের প্রতি শুভকামনা জানান। অপারেশনাল প্রস্তুতির সর্বোচ্চ মান বজায় রাখতে এবং ইস্টার্ন থিয়েটারে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে তার অমূল্য অবদানের জন্য জেনারেলকে সর্বদা স্মরণ করা হবে। সেবার প্রতি তাঁর নিষ্ঠা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
Photos: Suvendu Das  Indian Army 

No comments

Powered by Blogger.