Header Ads

অরুণাচল প্রদেশের মিশমি উপজাতি ,যাদের বিশ্বাস শ্রীকৃষ্ণের স্ত্রী রুক্মিনী তাঁদের উপজাতির ছিলেন।

উত্তর পূর্ব ভারতের এরা নদী 4000 মিটার উচ্চতায় অরুণাচলপ্রদেশে উৎপন্ন হয়েছে। দিবাং উপত্যকা জেলার ইটালিন সার্কেলের সবুজ জীববৈচিত্র্য মিশমি পাহাড়ের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে অবশেষে ভারতের মারাহ রাজ্যে মিশেছে।  


এমরা নদীর অববাহিকায় বসবাসকারী একটি প্রাচীন উপজাতি মিশমি জনগোষ্ঠী। এই উপজাতি একটি অনন্য সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন করে আসছে এই বিশ্বাসের সঙ্গে যে ভগবান কৃষ্ণের প্রধান সহধর্মিণী রুক্মিণী তাদের উপজাতি থেকে ছিলেন। ইতিহাসের সাথে পৌরাণিক কাহিনীর এই মিথস্ক্রিয়া মিশমি জনগণের স্বাতন্ত্র্যসূচক পরিচয়ের মূল ভিত্তি। এরা তাদের ঐতিহ্য এবং জমির সাথে সংযোগ রক্ষা করে চলেছে।