Header Ads

নকশালরা ছত্তিশগড়ের বিজাপুর হামলার সময় অপহৃত কোবারার জওয়ানকে মুক্তি দিয়েছে।

সিআরপিএফের মহাপরিচালক কনস্টেবল রাকেশ্বর সিং মানহাসকে ছেড়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন। তাঁকে মেডিকেল চেকআপের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিজি সিআরপিএফ।
প্রাথমিক তথ্য অনুসারে সরকার কর্তৃক নিযুক্ত দুই মধ্যস্থতাকারী - পদ্মশ্রী ধর্মপাল সায়নী এবং গন্ডওয়ানা সমাজের প্রধান তেলাম বুড়াইয়া এবং শত শত গ্রামবাসীর উপস্থিতিতে সিআরপিএফের  জওয়ানকে মুক্তি দেওয়া হয়েছে। এই দুই সদস্যের মধ্যস্থতা দলটির সঙ্গে জওয়ানের মুক্তির সময় উপস্থিত ছিলেন সাত জন গণমাধ্যমের সাংবাদিক। 
মঙ্গলবার নকশালরা সিআরপিএফকে একটি দুটি পৃষ্ঠার চিঠি পাঠিয়ে নিশ্চিত করেছিল যে সিআরপিএফ জওয়ান তাদের কাছেই  বন্দী ছিল এবং তার মুক্তির আলোচনার জন্য দাবি জানিয়েছিল। চিঠিতে বলা হয়েছে সিআরপিএফ জওয়ানকে কেবল সরকার-নিযুক্ত মধ্যস্থতার হাতে তুলে দেওয়া হবে। 

রাকেশ্বর বাড়ি ফিরলেও 22জন জাওয়ান শহীদ হয়েছেন এই সংঘর্ষে। 
#CRPFJawans #CRPF #IndianArmedForces #indianbengalinews

No comments

Powered by Blogger.