Header Ads

বিরল প্রজাতির পায়রাটিকে চোরাচালানকারিদের কবল থেকে মুক্ত করল বিএসএফ।

নদীয়া জেলায় ১৭ ই সেপ্টেম্বর বিএসএফের গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে ৮২ ব্যাটালিয়ন সীমান্ত চৌকি গোংরায় নিযুক্ত  সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা চোরাকারবারীদের হাত থেকে বিরল প্রজাতির পায়রা (ভিক্টোরিয়া ক্রাউন পায়রা) উদ্ধার করে। যদিও পাচারকারীরা পালাতে সক্ষম হয়।
এই বিশেষ প্রজাতির পায়রাটিকে বাংলাদেশ থেকে ভারতে পাচারের উদ্দেশে আনা হচ্ছিল। 
চোরাচালানকারির কবল থেকে উদ্ধার করা বিরল পায়রা বন বিভাগ কৃষ্ণনগরে হস্তান্তর করা হয়েছে।

 ৮২ ব্যাটালিয়ন এর কমান্ডিং অফিসার সঞ্জয় প্রসাদ সিং বলেছেন, সীমান্তে বিরল প্রজাতির পাখি চোরাচালান বন্ধ করতে বিএসএফ কঠোর ব্যবস্থা নিচ্ছে। 

#indianbengalinews #BSF_India #bsfsouthbengal #smuggling

No comments

Powered by Blogger.