Header Ads

ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনী ও বাংলাদেশের কমান্ডার বর্ডার গার্ড স্তরের সীমান্ত সমন্বয় সম্মেলন শুরু হয়েছে কলকাতায়।

চার দিনব্যাপী  চলা মহাপরিদর্শক সীমান্তরক্ষী বাহিনী  - আঞ্চলিক  কমান্ডার বর্ডার গার্ড বাংলাদেশ স্তরের সীমান্ত সমন্বয় সম্মেলন  ২৩ নভেম্বর  ২০২১,  কলকাতায় শুরু হয়েছে।
১০ সদস্যের বর্ডার গার্ড বাংলাদেশ প্রতিনিধি দলের  নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদি, এনডিসি, পিএসসি, অতিরিক্ত মহাপরিচালক দক্ষিণ পশ্চিম অঞ্চল।  বিজিবি প্রতিনিধিদলে  ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ, বিএসপি, পিএসসি অতিরিক্ত মহাপরিচালক, রিজিওন কমান্ডার, উত্তর পশ্চিম জোন, রংপুর, মহিউদ্দিন মোহাম্মদ জাবেদ, এসইউপি, পিএসসি, জি, উপ-মহাপরিচালক, সেক্টর কমান্ডার, কুষ্টিয়া, এমডি গোলাম কবির, পিএসসি, পরিচালক, নোডাল অফিসার, দক্ষিণ পশ্চিম অঞ্চল, যশোর, মোহাম্মদ মেহবুব রহমান খান, পিএসসি, পরিচালক, নোডাল অফিসার, উত্তর পশ্চিম অঞ্চল, রংপুর, মোহাম্মদ মামুন-অর-রশিদ, জি, অতিরিক্ত পরিচালক, স্টাফ অফিসার, দক্ষিণ পশ্চিম অঞ্চল, যশোর, মোহাম্মদ নাঈম রাজভী, অতিরিক্ত পরিচালক, স্টাফ অফিসার, উত্তর পশ্চিম অঞ্চল, রংপুর, এস এম তোপশির আহমেদ, সহকারী পরিচালক, স্টাফ অফিসার, দক্ষিণ পশ্চিম অঞ্চল, যশোর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি  বাংলাদেশ সম্মিলিত আছেন ।
১০ সদস্যের বিএসএফ প্রতিনিধিদলের  নেতৃত্বে রয়েছেন শ্রী অনুরাগ গর্গ, ইন্সপেক্টর জেনারেল,  আইপিএস,  বিএসএফ সাউথ  বেঙ্গল ফ্রন্টিয়ার।  বিএসএফ প্রতিনিধি দলে শ্রী রবি গান্ধী, আইজি, বিএসএফ, উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার, শ্রী সঞ্জয় সিং গেহলট, আইজি, বিএসএফ গুয়াহাটি ফ্রন্টিয়ার, শ্রী জিতেন্দ্র কুমার রুদৌলা, ডিআইজি, নোডাল অফিসার, বিএসএফ, গুয়াহাটি ফ্রন্টিয়ার, শ্রী সুরজিত সিং গুলেরিয়া, ডিআইজি, নোডাল অফিসার  , বিএসএফ, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার, শ্রী সঞ্জয় পন্ত, ডিআইজি, নোডাল অফিসার, বিএসএফ, নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার, শ্রী কে কে মজুমদার, কমান্ড্যান্ট, স্টাফ অফিসার, শ্রী রবি রঞ্জন, সেকেন্ড কমান্ডিং অফিসার, স্টাফ অফিসার, বিএসএফ, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার, মিসেস  তনুশ্রী পারেক, সহকারী কমান্ড্যান্ট, সদর দফতর ডিজি,  বিএসএফ  এবং এনসিবি-র প্রতিনিধিরা সম্মিলিত আছেন ।

সম্মেলনে কার্যকর সীমান্ত ব্যবস্থাপনার জন্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়, যাহার মধ্যে আন্তঃসীমান্ত অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রচেষ্টা, অমীমাংসিত উন্নয়ন কাজের বিষয়ে ঐকমত্য, অবৈধ সীমান্ত চলাচল রোধে ব্যবস্থা গ্রহণ প্রভৃতি সম্মিলিত আছে।উভয় পক্ষের দ্বারা সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা সম্পর্কিত বিষয়গুলিও আলোচনা করা হচ্ছে যাহার মধ্যে রয়েছে দিন ও রাতে একযোগে সমন্বিত টহল, গোয়েন্দা তথ্য আদান-প্রদান, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং সকল স্তরে বৈঠকের ফ্রিকোয়েন্সি বাড়ানো এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা করা যাহা  উভয়  সীমান্ত নিরাপত্তা বাহিনীর মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে  দীর্ঘ পথ অতিক্রম করবে ।

No comments

Powered by Blogger.