Header Ads

স্বর্ণিম বিজয় মশাল এসে পৌছাল পশ্চিমবঙ্গের পানাগড় মিলিটারি স্টেশনে।

একাত্তরের বাংলাদেশ মুক্তিযুদ্ধের পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২০ সালের পয়লা  ডিসেম্বর একাত্তরের নায়কদের শ্রদ্ধা নিবেদন করেন এবং নয়াদিল্লিতে জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধের চিরন্তন শিখা থেকে একটি স্বর্ণিম বিজয় মশাল প্রজ্জ্বলিত করা হয়  যেখান থেকেই বিজয় মশালও প্রজ্জ্বলিত  হয়। 
জনগণের মধ্যে ভারতীয় সৈন্যদের বীরত্ব ও অদম্য চেতনার বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দেশের চারটি দিকেই বিজয় মশাল থেকে প্রজ্বলিত চারটি মশাল প্রেরণ করা হয়েছিল।
পূর্ব ভারতের দিকে নিয়ে যাওয়া একটি মশাল শনিবার   পশ্চিমবঙ্গের পানাগড়ের মিলিটারি স্টেশনে পৌঁছেছে।  যুদ্ধের স্মৃতিসৌধে মশালটিকে  রাখা হয়। মশালটিকে প্রবীণ সামরিক আধিকারিক, প্রবীণ এবং এনসিসি ক্যাডেটদের উপস্থিতিতে প্রচুর উদ্যোগ ও উদ্দীপনার সঙ্গে স্বাগত জানানো হয়েছে। 1971 সালের মুক্তিযোদ্ধা ও বীর নারীদের সম্মান দেওয়া হয় এই দিন। আগামী দিনে পশ্চিমবঙ্গে প্রতিরক্ষা বিভাগের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
#IndianArmy #fortwilliam #panagarh #swarnimvijaymashaal #indianbengalinews

No comments

Powered by Blogger.