Header Ads

দ্বিতীয়বার কলকাতায় মেয়র পদে বসতে চলেছেন ফিরহাদ হাকিম।

সোমা মুখোপাধ্যায়

দ্বিতীয়বার মেয়র পদে বসতে চলেছেন ফিরহাদ হাকিম।  2021সালের কলকাতা মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের ফলাফলে তৃণমূলের জয়ের পর বড় প্রশ্ন ছিল কে বসবেন মেয়রের আসনে। ববি হাকিম, অতিন ঘোষ ও মালা রায়ের নাম উঠে আসছিল। অবশেষে তৃণমূল নেত্রীর পছন্দের তালিকায় প্রথমে সারিতে থাকা ববি হাকিমের নামেই শিলমোহর পড়ল। কলকাতা কর্পোরেশনের 82 নম্বর ওয়ার্ড থেকে 14,867 ভোটে জয়ী হন ববি হাকিম। 
পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের জোয়ারে ভাসছে, কলকাতা মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের 144টি আসনে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল এটি প্রমাণ করে। কলকাতা মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন নির্বাচনের ফলাফল সম্পূর্ণরূপে তৃণমূল কংগ্রেসের এর পক্ষে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জাদু আবার দৃশ্যমান এবং টিএমসি এখানে 134টি আসনে জিতেছে। বিজেপি এই ভোটে বড় ধাক্কা খেয়েছে এবং তারা মাত্র তিনটি আসন জিততে সক্ষম হয়েছে। এছাড়া কংগ্রেস ও সিপিএম মাত্র ২টি আসনে জয়লাভ করতে পেরেছে।


No comments

Powered by Blogger.