Header Ads

সিকিমের নাকু লা সীমান্তে ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে তবে সেটা খুবই ছোট জানালেন সেনাবাহিনীর মুখপাত্র।

2021 সালের 20 জানুয়ারি ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে সিকিমের নাকুলা সীমান্তে  বাকবিতণ্ডা হয়। তবে এটিকে ছোট ঘটনা হিসেবে বর্ণনা করেছে ভারতীয় সেনাবাহিনী। সংবাদ মাধ্যম  অতিরঞ্জিত খবর করছে বলে বিবৃতিতে জানিয়েছে। 
 যখন দুটি দেশ লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) নিয়ে  এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তখনই ঘটেছে এই ঘটনা। চীন এখন পূর্ব লাদাখে সেনা অবস্থান জোরদার করে দুই দেশের মধ্যে সেপ্টেম্বরের চুক্তি ভঙ্গ করেছে। ভারতের দ্রুত সীমান্তের অবকাঠামোগত বিকাশের কারণে চীন একতরফাভাবে এই অঞ্চলে স্থিতিশীলতা পরিবর্তনের চেষ্টা করছে বলে জানা গেছে।
গালওয়ান সংঘর্ষে যেখানে ২০ জন ভারতীয় সেনা শহীদ হয়েছিল এবং চীনে ৪০ জনেরও বেশি হতাহতের শিকার হয়েছিল। তারপর যেকোনো সীমান্ত সংঘর্ষের ঘটনাই অতি গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য। 
ছবি: thebetterindia.com
#IndiaChinaBorder #nathulapass #IndianArmy #indianarmforce #indianbengalinews #fortwilliam #eastercommand

No comments

Powered by Blogger.