Header Ads

গালওয়ান উপত্যকায় চীনা আক্রমণে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল।

শুক্রবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধানখর পূর্ব সেনা কমান্ডার লেঃ জেনারেল অনিল চৌহানের সঙ্গে  আলিপুরদুয়ার জেলার গালওয়ান শহীদ হাভিলদার বিপুল রায়ের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা  করেন। রাজ্যপালের স্ত্রী সুদেশ ধানখারও তাঁদের সঙ্গে  গিয়েছিলেন এবং ১৫ ই জুন চীনা সেনাবাহিনীর সাথে সহিংস মুখোমুখি হয়ে লাদখ অঞ্চলের গালওয়ান 
উপত্যকায় নিহত ভারতীয়  সেনাকে শ্রদ্ধা জানান ।
রাজ্যপাল টুইট করেছিলেন যে তিনি রায়ের বিধবা স্ত্রীকে  5  লক্ষের একটি চেক দিয়েছেন। সুদেশ ধানখর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার বিনদীপাড়া গ্রামে প্রয়াত সৈনিকের মায়ের কাছেও  5.5 লক্ষের আরও একটি চেক উপহার দিয়েছেন। পূর্বাঞ্চলীয় কমান্ডিং-এর-চিফ জেনারেল অফিসার লেঃ জেনারেল চৌহান এবং তাঁর স্ত্রী অনুপমা চৌহানও পরিবারের সঙ্গে  দেখা করেছেন। এবং গভীর শোক প্রকাশ করেছেন। এবং দায়িত্ব পালনে তাঁর ত্যাগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন দুঃখের সময়ে রায়ের পরিবারকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গ থেকে আগত দুই সৈনিক- হাবিলদার বিপুল রায় এবং সিপাহী রাজেশ ওরাঙ্গ - ১৫ ই জুন গালওয়ানে সংঘর্ষে প্রাণ হারানো ২০ সেনাবাহিনীর মধ্যে ছিলেন।

No comments

Powered by Blogger.