Header Ads

দক্ষিণবঙ্গ সীমান্ত সুরক্ষা বাহিনী ও বাংলাদেশের বিজিবির আইজি পদের অধিকর্তাদের তিন দিনের বৈঠক শুরু হল কলকাতায়।

ভারত ও বাংলাদেশের সীমান্ত   সুরক্ষা ব্যবস্থাকে মজবুত করতে ও দুদেশের সীমান্ত স্বার্থ বজায় রাখতে কলকাতায় দুদেশের মধ্যে তিন দিনের আলোচনা বৈঠক শুরু হল মঙ্গলবার থেকে। 

বৈঠকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আই জি বিএসএফ  সুনীল কুমার ত্যাগী ও অশ্বিনী কুমার সিংহের সঙ্গে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও গুয়াহাটি ফ্রন্টিয়ার বিএসএফের নোডাল অফিসার ডিআইজি জিতেন্দ্র কুমার রুদোলা, এস এস গুলেরিয়া, রাজীব রঞ্জন শর্মা, কমান্ডান্ট কে কে মজুমদার ও এন সি বির প্রতিনিধি উপস্থিত ছিলেন। বাংলাদেশের উচ্চপদস্থ কর্তা জাকির হুসেন সহ 6 উচ্চ পদস্থ বিজিবি আধিকারিক, স্বরাষ্ট্র দপ্তর ও বিদেশ মন্ত্রকের আধিকারিকরা  উপস্থিত আছেন এই বৈঠকে। সীমান্ত এলাকায় শান্তি স্থাপন এই বৈঠকের প্রধান বিষয়।

No comments

Powered by Blogger.