Header Ads

ভারতীয় নৌবাহিনী নিখোঁজ মিগ -৯৯ বিমানের পাইলটের মৃতদেহ উদ্ধার করেছে।

70 মিটার গভীরতায় সমুদ্র তীরে নিখোঁজ মিগ -৯৯  র পাইলট কমান্ডার নিশান্ত সিংহের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।  ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তাদের মতে বিস্তৃত অনুসন্ধানের পরে নিশান্ত সিংহের মৃতদেহ  গোয়া উপকূল থেকে 30 মাইল দূরে পাওয়া গেছে।  26 নভেম্বর আরব সাগর পার হওয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়েছিল ।
ভারতীয় নৌবাহিনীর মিগ -৯৯  ফাইটার ট্রেনার জেট সমুদ্রে একটি দুর্ঘটনার মুখোমুখি হয়েছিল যার ফলে দু'জন পাইলট নিখোঁজ হন, অপর একজনকে উদ্ধার করা হলেও কমান্ডার নিশান্ত সিংহ নিখোঁজ ছিলেন। টানা দশ দিন ধরে উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা দিয়ে রাতদিন তল্লাশি চালিয়ে 6ডিসেম্বর নিশান্ত সিংহের মৃতদেহ উদ্ধার করা হয়। ডিএনএ পরীক্ষা করা হবে মৃতদেহের। 

Photo: pledgetimes.com

No comments

Powered by Blogger.