Header Ads

বিএসএফের তৎপরতায় মুর্শিদাবাদের চার ভারতীয় নাগরিক প্রাণে বেঁচে ফিরলেন।

দক্ষিণবঙ্গ সীমান্ত সুরক্ষা বাহিনীর তৎপরতার জন্য রবিবার মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরেন চার ভারতীয় নাগরিক। মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে নদীতে পরে যান তিনজন মুর্শিদাবাদের জেলে। নদীর তীব্র স্রোতে তাদের টিনের নৌকা উল্টে যায়। পরে যাওয়া জেলেদের চিৎকার শুনে বামনাবাদ আউট পোস্টের 117 ব্যাটালিয়নের এস আই অশোক কুমারের নেতৃত্বে বিএসএফের সেনারা ইঞ্জিন নৌকা নিয়ে দ্রুত  ঘটনা স্থলে পৌছান।  সঙ্গে সঙ্গে বিএসএফের সেনারা নদীতে ঝাঁপ দিয়ে তিনজন জেলেকেই উদ্ধার করে তাদের প্রান বাঁচান। এবং তড়িঘড়ি রানিনগরের হাসপাতালে নিয়ে যান। জেলেরা এখন ভালো আছেন।  

পাশাপাশি একই দিনে  মুর্শিদাবাদের কানুনগোলা এলাকায় চরে  ঘাস কাটতে গিয়ে 59 বছরের মোতাহার রহমানকে সাপে কাটে । বিএসএফের কমান্ডার অভিজিৎ শেঠের তৎপরতায় মোতাহারকে চর অঞ্চল থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে মোতাহার হাসপাতালে চিকিত্সাধীন আছেন।

দক্ষিণবঙ্গ সীমান্ত সুরক্ষা বাহিনী দায়িত্ব পালনে দেরী না করে তৎপরতার সঙ্গে আজ চারজন মানুষের প্রাণ বাঁচিয়েছেন যা সত্যিই প্রশংসনীয়।

No comments

Powered by Blogger.